Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মী স্বামী-স্ত্রীসহ ১১ করোনা রোগী শনাক্ত

সর্বমোট রোগী ১২২, মৃত ১

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ১১:৫৫ এএম

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় স্বাস্থ্যকর্মী দম্পতিসহ ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় করেনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২২ জনে।এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন , মারা গেছেন ১ জন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলায় এই ১১ জন শনাক্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহামান সরকার। আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও সদরে ২ জন স্বাস্থ্যকর্মীসহ ৭জন , বালিয়াডাঙ্গীতে ৩ জন এবং হরিপুরে ১ জন রয়েছেন। আক্রান্তদের ৬ জন পুরুষ ও ৫ জন নারী।
সদরের মুসলিমনগর এলাকায় ২ জন পুরুষ ও ২ নারী, সদরের ২ স্বাস্থ্যকর্মী যারা সম্পর্কে স্মামী-স্ত্রী, বড়গাঁওয়ের জালালি গ্রামের ১ জন পুরুষ।
বালিয়াডাঙ্গীর লালাপুরে ১ জন পুরুষ, ১ জন নারী ও চাড়োলে ১ জন নারী। হরিপুর সদরে ১ জন পুরুষ।
এ পর্যন্ত জেলায় ১২২ জন আক্রান্তের মধ্যে ৩৪ জন বালিয়াডাঙ্গী উপজেলায়, ৩১ জন সদরে , হরিপুওে ২৪ , পীরগঞ্জে ২১ ও রাণীশংকৈলের ১২ জন। এর মধ্যে রাণীশংকৈলের ঢাকা ফেরত ১ জন প্রবীণ মহিলা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহামান সরকার জানান জেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১ হাজার ৬’শ ৫৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। ১ হাজার ৪’শ ৮৫ জনের ফলাফলের মধ্যে ১২২ জনের (কোভিড-১৯) পজিটিভ পাওয়া যায়। আর গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৩ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুরে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ