Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আক্রান্ত ৩ হাজার ছাড়ালো শনাক্ত আরো ২০৮

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ৯:২৭ এএম

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ২০৮ জনের নমুনায় করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে । এতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ১৯৩ জনে।

ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করা নমুনা পরীক্ষায় সোমবার রাতে এ ফল আসে।

জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, নমুনা পরীক্ষা হয়েছে ৬৩১টি। এর মধ্যে সংক্রমণ পাওয়া গেছে ২০৮ জনের।
আক্রান্তদের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান রয়েছেন। আছেন আট জন চিকিৎসকও।

বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ২১২টি। এতে করোনাভাইরাস পজেটিভ মিলেছে ৪৭ জনের । এর মধ্যে মহানগরী এলাকার ৩৮ এবং বিভিন্ন উপজেলার নয়জন।

চমেক ল্যাবে করা ২৬১ নমুনা পরীক্ষায় পজেটিভ পাওয়া গেছে ১০১ জনের। এর মধ্যে উপজেলার রয়েছে পাঁচজন এবং চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা ৯৬ জন।

ভেটেরিনারি ল্যাবে নমুনা পরীক্ষা হয় ১৫৩ জনের। এতে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে ৫৮ জনের। এর মধ্যে মহানগরী এলাকার আটজন এবং বিভিন্ন উপজেলার ৪৭জন।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়েছে পাঁচটি এবং পজেটিভ পাওয়া গেছে দুজনের।

সিভিল সার্জন কার্যালয়ের হিসেবে সোমবার পর্যন্ত চট্টগ্রাম জেলায় শনাক্ত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা তিন হাজার ১৯৩ জন। এ পর্যন্ত
মারা গেছেন ৮০ জনের বেশি। হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯৪০ জন।
গত ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত রোগী ধরা পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ