মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিসরের উত্তর সিনাইয়ে দেশটির সেনাবাহিনীর একাধিক অভিযানে ১৯ জন নিহত হয়েছে। গত সপ্তাহে এসব অভিযানে নিহত কিংবা আহত হয়েছেন অন্তত পাঁচ সেনাসদস্য। শনিবার একটি অনলাইন ভিডিও বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর অভিযানে ‘খুবই বিপজ্জনক’ তিন জঙ্গি নিহত হয়। একই সঙ্গে সন্ত্রাসীদের গুপ্ত আস্তানায় বিমান হামলায় নিহত হয় জঙ্গিদের আরো ১৬ জন। এ সময় সেনাবাহিনীর দুজন অফিসার, একজন নন-কমিশন্ড অফিসার ও দুজন সৈন্য হতাহতের শিকার হয়েছেন। তবে তাদের মধ্যে কে মারা গেছেন কিংবা আহত হয়েছেন, তা স্পষ্ট করে জানানো হয়নি। অভিযানে জঙ্গিদের আস্তানা থেকে উল্লেখযোগ্য পরিমাণে স্বয়ংক্রিয় রাইফেল ও বিভিন্ন ধরনের গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।