Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ১০ কোটি টাকার সম্পদ অবৈধ দখল মুক্ত

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর বড়বাজাস্থ খুলনা জেলা প্রশাসনের মালিকানাধীন প্রায় ১০কোটি টাকার সম্পত্তি অবৈধ দখল মুক্ত করা হয়েছে। গতকাল রোববার বিকেলে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ওই সম্পত্তি জেলা প্রশাসনকে হস্তান্তর করেছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান।  
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, নগরীর বড়বাজারস্থ সাবেক আফগানিয়া হোটেল বানিয়াখামার মৌজায় (খতিয়ান নম্বর-এসএ-০১, দাগ নম্বর-৩২৮৮,৩২৮৯,৩২৯০ আরএস খতিয়ান নম্বর-০১, দাগ নম্বর-৮২০৮) ০.০৪৬৬ একর জমির ওপরে তিনতলা ভবনসহ (হোল্ডিং নং-২৭) অবৈধ দখলমুক্ত করা হয়েছে। বহুদিন থেকে বেদখলে থাকা এ সম্পত্তি উচ্চ আদালতের রায়ে গতকাল রোববার খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে হস্তান্তর করেছেন।
সূত্রে আরও জানা গেছে, ২০১১ সালের ১৪ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক নগরীর বড়বাজারস্থ জমিসহ তিনতলা ভবন সাবেক আফগানিয়া হোটেলটি খুলনা জেলা প্রশাসনকে হস্তান্তর ও মেসার্স জনতা এন্টারপ্রাইজের অনুকূলে ইজারা প্রদানের নির্দেশনা দেয়া হয়। কিন্তু এ জমি নিয়ে আদালতে মামলা মোকদ্দমা থাকায় জেলা প্রশাসন দখলে নিতে পারছিলেন না। অবশেষে চলতি বছরের ১০ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন মামলা নং ২৩৬৫/১২ এবং আপীল বিভাগের ৯৬২/১২ জেলা প্রশাসনের পক্ষে রায় ঘোষণা করেছেন। ৮০ দশক  থেকে এ সম্পত্তি খুলনা সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে ছিলো। কিন্তু ২০১৪ সাল থেকে এটি অবৈধ দখলদারদের হাতে চলে যায়। আদালতের সিদ্ধান্ত মোতাবেক গতকাল আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন এ সম্পত্তি জেলা প্রশাসন খুলনাকে হস্তান্তর করেছেন। দখলমুক্ত এ সম্পত্তি থেকে বছরের প্রায় ১ লাখ টাকা রাজস্ব আদায় হবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনায় ১০ কোটি টাকার সম্পদ অবৈধ দখল মুক্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ