বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত এক কনস্টেবল মারা গেছেন। মামুন উদ্দিন (২৮) নামে এ পুলিশ সদস্য সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে মৃত্যুর পর তার নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে বলে বলে জানান নগর পুলিশের কর্মকর্তারা।
বাদ যোহর দামপাড়া পুলিশ লাইন্সে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমানসহ সিএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এতে শরিক হন।
জানাজা শেষে দাফনের জন্য সিএমপি'র ব্যবস্থাপনায় তার লাশ গ্রামের বাড়ি ফেনী জেলার পরশুরাম থানাধীন নিজকালিকাপুর গ্রামে পাঠানো হয়।
এর আগে সকালে উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যান ওই হাসপাতালের স্টাফ হাসিনা বেগম (৬০)।
রোববার রাতে চমেক হাসপাতালে মারা যান প্রকৌশলী মনির হোসেন চৌধুরী (৪২)। তিনি চট্টগ্রাম ইপিজেডে ইয়াংওয়ান গ্রুপের একটি কারখানায় কর্মরত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।