Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলেনের প্রধান সহযোগী গ্রেফতার

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত ধর্মীয় চিন্তাবিদ ফেতুল্লাহ গুলেনের প্রধান সহযোগীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ। এর আগে গুলেনের ভাতিজাকেও গ্রেফতার করা হয়। গত শনিবার হালিস হানসিকে গ্রেফতার করা হয়। তুর্কি কর্তৃপক্ষ তাকে গুলেনের প্রধান সহযোগী বলে দাবি করে জানিয়েছে, অভ্যুত্থান চেষ্টার দুই দিন আগেই তিনি তুরস্কে প্রবেশ করেছিলেন। এর আগে গত শনিবার সকালের দিকে তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর এরজুরুম থেকে গ্রেফতার করা হয় গুলেনের ভাতিজা মুহাম্মেদ সাইত গুলেনকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানী আঙ্কারায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্যপদ থাকার অভিযোগও আনা হতে পারে। ২০১০ সালের সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আনা হয় সাইত গুলেনের বিরুদ্ধে। অভ্যুত্থান চেষ্টার পর থেকে এই প্রথম গুলেনের কোনও আত্মীয়কে গ্রেফতার করা হলো। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আরও বলা হয়, চলতি বছরের মে মাসে গুলেনের অপর এক ভাতিজাকেও গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফেতুল্লাহ গুলেনের শুরু করা আন্দোলনের সঙ্গে সংযোগ রয়েছে, এমন স্কুল পরিচালনার অভিযোগ আনা হয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলেনের প্রধান সহযোগী গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ