Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শতভাগ জিপিএ ৫

চিরিরবন্দর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা ঃ | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৯:১২ পিএম

দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল দিনাজপুর শিক্ষাবোর্ড ও জেলায় সেরাদের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। ওই প্রতিষ্ঠান হতে ১১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই জিপিএ ৫ পেয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক জানান, ওই প্রতিষ্ঠানটি ভাল মানের। কর্তৃপক্ষের নিবিড় তত্ত¡াবধান ও শিক্ষকের কঠোর পরিশ্রম সর্বপরি শিক্ষার্থীদের অধ্যাবসায়ের ফলে ওই প্রতিষ্ঠানে খুব ভাল ফলাফল অর্জন করেছে। এছাড়াও চিরিরবন্দরে বেশ কয়েকটি ভাল মানের প্রতিষ্ঠান রয়েছে, ওই প্রতিষ্ঠানগুলিও ভাল ফলাফল করেছে। আইডিয়াল মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ মমিনুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের গর্বিত ফলাফলে আমরা উচ্ছ¡সিত। প্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষকদের দায়িত্ববোধ থেকে এ ফলাফল অর্জিত হয়েছে।
অপরদিকে আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ১৬৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪৮ জন জিপিএ ৫, সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন জিপিএ ৫, সানলাইট উচ্চ বিদ্যালয় থেকে ১০৪ জন পরীক্ষার্থীদের মধ্যে ৫৬ জন জিপিএ ৫ পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ