Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিসিকের আরেক কাউন্সিলর করোনা আক্রান্ত হাসপাতালে ভর্তি এখন সহ অর্ধশত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৮:৫৪ পিএম

সিলেট বিভাগে করোনা রোগী রয়েছেন বর্তমানে ৯৪৭ জন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৪৯ জন। হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র রবিবার সন্ধ্যায় জানান, হাসপাতালে রোগী ভর্তি আছেন বর্তমানে ৬১ জন। করোনা সনাক্ত হয়েছে ৪৯ জনের। হাসপাতালে ভর্তি আছেন করোনার উপসর্গ নিয়ে বাকি ১২ জন । ডা: সুশান্ত আরো জানান, আক্রান্ত রোগীদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমানও। আজ রবিবার বিকালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তাকে কেবিনে রেখে অক্সিজেন প্রদান করা হচ্ছে। এছাড়া ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদও করোনা আক্রান্ত হয়ে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ