বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে নতুন করে আরও একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি সখিপুর উপজেলার কালিয়ানপাড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে মো:- হারুন মিয়া (২৬)। তিনি ভালুকা উপজেলার সীডস্টোরের একটি পোশাক তৈরি কারখানায় কাজ করতেন।আজ রবিবার(৩১মে) সকাল সাড়ে ৯টার দিকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহান এ তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ নিয়ে সখিপুরে মোট ৮ জন কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।এদের মধ্যে ছযজন নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। ডা. আব্দুস সোবহান জানান, গত ২৬শে মে (মঙ্গলবার) মো: হারুন মিয়া জ্বর নিয়ে উপজেলা হাসপাতালে আসে। পরে নমুনা সংগ্রহ করে রোগ নিয়ন্ত্রণ রোগতত্ত্ব ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। শনিবার রাতে আইইডিসিআর থেকে হারুন মিয়ার নমুনা পজেটিভ থাকার কথা জানানো হয়। বর্তমানে সে নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এরই মাঝে তার নমুনা পজেটিভ আসার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, হারুন ও মজিবর এর দুইটি বাড়ি লকডাউন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।