Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ নওগাঁয় আরও ১৫জন করোনায় আক্রান্ত, জেলায় মোট ১৩৪ জন

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৪:৫৮ পিএম

নওগাঁয় গত ২৪ঘন্টায় নতুন করে ১জন পুলিশ সদস্য, ১জন নার্স ও ১জন স্বাস্থ্যকর্মীসহ ১৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিযে জেলায় ১৩৪জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬৩জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ মোর্শেদ রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে ৯২টি নমুনার রিপোর্ট মেইলে পাওয়া গেছে। এর মধ্যে পূর্বের ২জন পজিটিভ রোগী দিয়ে মোট ১৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। এছাড়াওও ১জন ব্লাড ক্যান্সারের রোগী যিনি গতকাল বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন, তার নমুনাতেও করোনা সনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে নওগাঁ সদরে কর্মরত পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মীসহ ১১জন, আত্রাই উপজেলায় ২জন, সাপাহারে ১জন ও রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন নার্স। করোনায় আক্রান্ত সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ