Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চীনের ৩ সাংবাদিককে দেশ ছাড়তে বলেছে ভারত

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়ার তিন সাংবাদিককে ভারত থেকে চলে যেতে বলেছে দেশটির সরকার। এজন্য ওই তিন সাংবাদিকের ভিসার মেয়াদ বাড়ানো হয়নি। ফলে তারা আর ভারতে বসে কাজ করতে পারবে না। হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩১ জুলাই’র মধ্যে সিনহুয়ার ওই তিন সাংবাদিককে ভারত ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। তারা হলেন, সাংবাদিক উ কিয়াং, নয়াদিল্লির সিনহুয়া ব্যুরো লু ট্যাং এবং মুম্বাই প্রতিনিধি সে ইয়ংগেং। তবে ভিসা পুন-নবায়ন না করার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। এমন এক সময় দিল্লি ওই তিন সাংবাদিকের ভিসা নবায়নে অস্বীকৃতি জানালো যখন কাশ্মীর ইস্যু নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনের ৩ সাংবাদিককে দেশ ছাড়তে বলেছে ভারত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ