বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় আক্রান্ত হয়ে ঈশ্বরদীর দুই ব্যক্তি গতকাল রাতে মৃত্যুবরণ করেছে। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, তবে দুই পরিবারের পক্ষ থেকেই করণা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে বলে দাবি করা হচ্ছে। পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে আটটায় চীন মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ঈশ্বরদী পৌর এলাকার রহিমপুর খলিলের মোড়ের বাসিন্দা প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক গেদন এর স্ত্রী আফিয়া পারভীন (৬১) করনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তবে তার পরিবার থেকে বলা হচ্ছে ঠিক করো নাই নয় করো না উপসর্গ নিয়ে তার মৃত্যু ঘটেছে। অন্যদিকে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের উত্তরবাঘইল গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আজগার আলী (৬০) ঢাকায় অবস্থানকালে করোনাতে আক্রান্ত হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে না পারার কারণে তাকে বাড়িতে ফেরত পাঠানো হলে পথে মধ্যে তার মৃত্যু ঘটে। এই পরিবারের পক্ষ থেকেও করনা কে অস্বীকার করে করনা উপসর্গে মৃত্যুর কথা স্বীকার করা হচ্ছে তবে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর কারণ করো নাই হোক কিংবা করো না উপসর্গ হোক তাকে দাফন করা হয়েছে বিশেষ ব্যবস্থায়। এদিকে প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের স্ত্রী আফিয়া পারভীনের নামাজে জানাজা শেষে বিশেষ ব্যবস্থায় ঈশ্বরদী ফ্রি মেডিকেল অক্সিজেন গ্রুপের পক্ষ থেকে রহিমপুর গোরস্থানে তার তার লাশ দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ বিকেল পাঁচটা নাগাদ তার লাশ দাফন করা হবে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।