মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় প্রতিদিনই বেসামরিক মানুষগুলোকে পালাতে হয় জীবন বাঁচাতে। আর সেখানেই যদি দেখা যায় ইউরোপীয়দের মতো সমুদ্রবিলাস করতে, তবে সেটা খানিকটা বেমানান লাগবে শুনতে। তবে এবার সেই অবস্থাই দেখা গেল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায়। ব্রিটেনের ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, উপকূলীয় শহর লাটাকিয়ার একটি সমুদ্র সৈকতে ইউরোপীয় ঢংয়ে নাচতে দেখা গেছে বেশ কিছু যুবককে। প্রায় অনাবৃত শরীরে নারী-পুরুষদের নাচতে দেখা গেছে ওয়াদি কান্দেল সৈকতে। সঙ্গে ছিল ঝলমলে সব বাতি। কিছু মানুষকে দেখা যায় তারা শিষা টানছে। তাছাড়া সমুদ্রে সাঁতার কাটতে ও সূর্যস্নান করতেও দেখা গেছে। আলজাজিরার সাম্প্রতিক সময়ের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিমান হামলার সহায়তায় আল-কায়দা সমর্থিত নুসরা ফ্রন্টের কাছ থেকে লাটাকিয়া উদ্ধার করতে সক্ষম হয়েছে বাসার আল-আসাদের সরকার। এছাড়া বাসার বাহিনী গত ২ সপ্তাহ ধরে অবরোধ করে রেখেছে আরেক শহর আলেপ্পো। আলেপ্পো থেকে মাত্র ১১০ মাইল দূরেই জায়গাটি। গত বৃহস্পতিবার সরকারি বাহিনী লাটাকিয়ার পাশের অঞ্চলে বোমা হামলা করে ১৫ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে ৬টি শিশুও রয়েছে। ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।