মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের লেবার নেতা জেরেমি করবিন তার সমর্থকদের প্রতি দলের মধ্যে তার বিরুদ্ধে সমালোচনার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। সলফোর্ডে দলীয় নেতা নির্বাচনের এক প্রচারে করবিন বলেন, তাকে দল থেকে উৎখাতের চেষ্টাকারী এমপিদের ওপর সমর্থকরা ক্ষুব্ধ। এসব না করে তারা তাদের ভিন্ন মত গণতান্ত্রিক উপায়ে প্রকাশ করতে পারেন বলে তিনি উল্লেখ করেন। করবিন অভিযোগ করেন, একটি অংশ দলে গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা করছে। এ অবস্থায় তিনি সদস্যদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এমপিদের প্রতি আহ্বান জানান। জেরেমি করবিন দলের নেতা হওয়ার জন্য তার সাবেক কর্ম ও অবসরভাতা বিষয়ক মুখপাত্র ওয়েন স্মিথের বিরুদ্ধে লড়ছেন। লেবার দলের বেশিরভাগ এমপি মনে করেন, করবিন দলকে নেতৃত্ব দিতে সব্যর্থ হয়েছেন এবং দলকে বিপদাপন্ন করে তুলেছেন, তাই তারা তার প্রতিদ্বন্দ্বী ওয়েন স্মিথকে সমর্থন দিচ্ছেন। করবিনের পক্ষে এখনো অনেক লেবার কর্মীর সমর্থন রয়েছে বলে মনে করা হচ্ছে। তারা মনে করেন, দলের ভেতরে করবিনকে নিয়ে সমালোচনা হলেও তিনিই আবার জয়ী হবেন। করবিনের এসব কৌশলী সমর্থকদের অনেকেই এসেছেন সমাজতান্ত্রিক এবং চরম বামপন্থী দলগুলো থেকে। তারা আধুনিক মানসিকতার লেবার এমপিদের বিরুদ্ধে ক্ষুব্ধ। গত শনিবার সলফোর্ডে দেড় হাজার সমর্থকের এক সমাবেশে করবিন তাদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের আরও সুশৃঙ্খল হতে হবে। আমি আগেও বহুবার এ কথা বলেছি। আমি কাউকে কখনো ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি। দলের কেউ আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনসতে পারবেন না।
করবিন বলেন, আমাকে যেভাবে অপমান করা হচ্ছে, তাতে সমর্থকরা ক্ষুব্ধ। কিন্তু আমরা গণতান্ত্রিক ধারায় বিশ^াস করি। কারো বিরুদ্ধে কুৎসা ছড়ানো বা কাউকে আক্রমণ করে কথা বলা আমরা পছন্দ করি না। ৪৫ জন নারী এমপি লিখিতভাবে তার সমর্থকদের কর্মকা-ের জবাব দেয়ার আহ্বান জানানোর পর করবিন এসব কথা বলেন। ওইসব এমপি লেখেন, ধর্ষণের হুমকি, হত্যার হুমকি, গাড়ি ভাংচুর, ইট ছুঁড়ে জানালার কাঁচ ভেঙে ফেলা- যে কোন অবস্থায়ই এগুলো অগ্রহণযোগ্য। ওয়েন স্মিথের আগে এঙ্গেলা ইগল এমপি দলীয় নেতৃত্বের ব্যাপারে করবিনকে প্রথম চ্যালেঞ্জ করেন। নিরাপত্তার কারণে তিনি তার নিজের নির্বাচনী এলাকায় প্রচার বন্ধ রাখেন। তার স্থানীয় পার্টি অফিসের জানালায় ইট ছুঁড়ে মারা হয়েছিলো এবং তাকে হত্যারও হুমকি দেয়া হয়। দ্য টেলিগ্রাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।