Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যবিধি মেনেই ছাড়লো বনলতা এক্সপ্রেস

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ১০:৫৪ এএম | আপডেট : ১১:৩৪ এএম, ৩১ মে, ২০২০

টানা দুই মাস বন্ধ থাকার পর আজ সকাল ৭টায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে একমাত্র বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস। এর আগে গত ২৫ মার্চ থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের সব রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল।

রাজশাহী রেলওয়ে স্টেশনে জীবাণুনাশক কক্ষের মধ্যে দিয়ে প্রবেশ, হাত স্যানিটাইজেশন ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখাসহ ১৯ দফা নির্দেশনা দিয়ে যাত্রীদের প্রথমবারের মতো ট্রেনে উঠতে হয়েছে। যাত্রার আগে ওয়াশপিটে পরিচ্ছন্নতার পাশাপাশি জীবাণুমুক্ত করা হয় ট্রেনের ভেতর ও বাইরে। ট্রেনে উঠছেন যাত্রীরা।

আজ রোববার সকালে রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীরা সুশৃংখলভাবে স্বাস্থ্যবিধি মেনেই ট্রেনের জন্য অপেক্ষা করছেন। তবে ট্রেনে ওঠার সময় কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও জিআরপি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং নিরাপদ শারীরিক দূরত্ব মেনে ট্রেনে ওঠার বিষয়টি নিশ্চিত করে। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে নির্ধারিত সময়েই ছেড়েছে বনলতা এক্সপ্রেস।

এছাড়া ট্রেনের মধ্যে শারীরিক দূরত্ব নিশ্চিত করার জন্য একটি সিট ফাঁকা রেখে আরেকটি সিটের টিকিট বিক্রি করা হয়েছে। তাই নতুন সিট প্ল্যান অনুযায়ী ফাঁকা ফাঁকা করে কভার যুক্ত সিটে বসে ভ্রমণ করতে পেরেছেন রেলওয়ে যাত্রীরা। ট্রেনের মধ্যে কোনো হকার উঠতে দেওয়া হয়নি।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম জানান, প্রাথমিকভাবে রোববার বনলতা এক্সপ্রেসসহ চারটি ট্রেন চলাচল শুরু হলো। ৩ জুন দ্বিতীয় দফায় কিছু রুটের ট্রেন চলাচল শুরু হবে।

করোনাভাইরাস মহামারিতে যাত্রী সুরক্ষার দিক বিবেচনা করে ট্রেনের সব (১০০%) টিকিটই অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। এছাড়া স্বাস্থবিধি মেনে ট্রেনের মোট আসন সংখ্যার ৫০ শতাংশের টিকিট বিক্রি হচ্ছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শনিবার (২৯ মে) বিকেল থেকে অনলাইনে শুরু হয় পশ্চিমাঞ্চল রেলওয়ের টিকিট বিক্রি। প্রথম দফায় রাজশাহী-ঢাকা রুটের বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস (চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা), লালমনি এক্সপ্রেস (লালমনিরহাট-ঢাকা) ও চিত্রা আন্তঃনগর এক্সপ্রেস (খুলনা-ঢাকা) ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। এছাড়া চলাচলের জন্য পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।ট্রেনে উঠছে যাত্রী।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন বলেন, করোনার সংক্রমণরোধে নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৪টি ট্রেনের টিকিট মিলছে। এসব ট্রেন আগের সময় অনুযায়ী গন্তব্যে যাবে এবং আবার নির্ধারিত স্থানে ফিরে আসবে।

তিনি আরও বলেন, ট্রেনের মোট আসন সংখ্যার অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হচ্ছে। নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে এটি করা হচ্ছে। তবে টিকিট মূল্য অপরিবর্তিত থাকছে। 

¯^v¯’¨wewa †g‡bB Qvo‡jv ebjZv GK&ª‡cÖm

ivRkvnx ey¨‡iv

Uvbv `yB gvm eÜ _vKvi ci AvR mKvj 7Uvq ivRkvnx ‡ijI‡q ‡÷kb ‡_‡K ivRavbx XvKvi D‡Ï‡k ‡Q‡o ‡M‡Q GKgvÎ weiwZnxb AvšÍtbMi ‡U«b ebjZv G·‡c«m| Gi Av‡M MZ 25 gvP© ‡_‡K cwðgvÂj ‡ijI‡qi me i“‡U hvÎxevnx ‡U«b PjvPj eÜ wQj|

ivRkvnx ‡ijI‡q ‡÷k‡b RxevYybvkK K‡¶i g‡a¨ w`‡q c«‡ek, nvZ m¨vwbUvB‡Rkb I wbivc` kvixwiK `~iZ¡ eRvq ivLvmn 19 `dv wb‡`©kbv w`‡q hvÎx‡`i c«_gev‡ii g‡Zv ‡U«‡b DV‡Z n‡q‡Q| hvÎvi Av‡M Iqvkwc‡U cwi”QbœZvi cvkvcvwk RxevYygy³ Kiv nq ‡U«‡bi ‡fZi I evB‡i| ‡U«‡b DV‡Qb hvÎxiv|

AvR ‡iveevi mKv‡j ‡ijI‡q ‡÷k‡b wM‡q ‡`Lv hvq, hvÎxiv myk…sLjfv‡e ¯^v¯’¨wewa ‡g‡bB ‡U«‡bi Rb¨ A‡c¶v Ki‡Qb| Z‡e ‡U«‡b IVvi mgq wKQyUv wek…•Ljv ‡`Lv ‡`q| G mgq ‡ijI‡q wbivcËv evwnbx I wRAviwc _vbv cywjk cwiw¯’wZ wbqš¿Y K‡i Ges wbivc` kvixwiK `~iZ¡ ‡g‡b ‡U«‡b IVvi welqwU wbwðZ K‡i| PvucvBbeveMÄ I ivRkvnx ‡_‡K wba©vwiZ mg‡qB ‡Q‡o‡Q ebjZv G·‡c«m|

GQvov ‡U«‡bi g‡a¨ kvixwiK `~iZ¡ wbwðZ Kivi Rb¨ GKwU wmU dvuKv ‡i‡L Av‡iKwU wm‡Ui wUwKU wewµ Kiv n‡q‡Q| ZvB bZyb wmU cø¨vb Abyhvqx dvuKv dvuKv K‡i Kfvi hy³ wm‡U e‡m ågY Ki‡Z ‡c‡i‡Qb ‡ijI‡q hvÎxiv| ‡U«‡bi g‡a¨ ‡Kv‡bv nKvi DV‡Z ‡`Iqv nqwb|

ivRkvnx ‡ijI‡q ‡÷k‡bi e¨e¯’vcK Avãyj Kwig Rvbvb, c«v_wgKfv‡e ‡iveevi ebjZv G·‡c«mmn PviwU ‡U«b PjvPj ïi“ n‡jv| 3 Ryb wØZxq `dvq wKQy i“‡Ui ‡U«b PjvPj ïi“ n‡e|

K‡ivbvfvBivm gnvgvwi‡Z hvÎx myi¶vi w`K we‡ePbv K‡i ‡U«‡bi me (100%) wUwKUB AbjvB‡b wewµi wm×vš— wb‡q‡Q ‡ij gš¿Yvjq| GQvov ¯^v¯’wewa ‡g‡b ‡U«‡bi ‡gvU Avmb msL¨vi 50 kZvs‡ki wUwKU wewµ n‡”Q|

gš¿Yvj‡qi wb‡`©kbv Abyhvqx kwbevi (29 ‡g) we‡Kj ‡_‡K AbjvB‡b ïi“ nq cwðgvÂj ‡ijI‡qi wUwKU wewµ| c«_g `dvq ivRkvnx-XvKv i“‡Ui weiwZnxb Avš—tbMi ‡U«b ebjZv G·‡c«m (PvucvBbeveMÄ-XvKv), jvjgwb G·‡c«m (jvjgwbinvU-XvKv) I wPÎv Avš—tbMi G·‡c«m (Lyjbv-XvKv) ‡U«‡bi wUwKU wewµ n‡”Q| GQvov PjvP‡ji Rb¨ cÂMo G·‡c«m ‡U«‡bi wUwKU wewµ Kiv n‡”Q|‡U«‡b DV‡Q hvÎx|

cwðgvÂj ‡ijI‡qi cvKkx wefvMxq evwYwR¨K Kg©KZ©v (wWwmI) dyqv` ‡nv‡mb e‡jb, K‡ivbvi msµgY‡iv‡a wbivc` kvixwiK `~iZ¡ ‡g‡b Pj‡Z kZfvM wUwKU AbjvB‡b wewµi wm×vš— ‡bIqv n‡q‡Q| c«v_wgKfv‡e 4wU ‡U«‡bi wUwKU wgj‡Q| Gme ‡U«b Av‡Mi mgq Abyhvqx Mš—‡e¨ hv‡e Ges Avevi wba©vwiZ ¯’v‡b wd‡i Avm‡e|

wZwb AviI e‡jb, ‡U«‡bi ‡gvU Avmb msL¨vi A‡a©K Avm‡bi wUwKU wewµ Kiv n‡”Q| wbivc` kvixwiK `~iZ¡ eRvq ivL‡Z GwU Kiv n‡”Q| Z‡e wUwKU g~j¨ AcwiewZ©Z _vK‡Q| #

 

‡iRvDj Kwig ivRy

31 †g 2020

ivRkvnx ey¨‡iv

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ