বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় করোনায় আরও এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম তানভীর আলম বাবু (৩১)। সে খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা। এ নিয়ে খুলনায় করোনায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ৪ জনে।
আজ রোববার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওয়াতাধীন করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত বাবু উপজেলার বাগমারা গ্রামের আলাউদ্দীনের একমাত্র ছেলে।
রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বলেন, তিনি গত ১৭ মে ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বাড়ি আসেন তিনি। পরে করোনা শনাক্ত হওয়ায় গত ২১ মে তাকে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার জানান, স্বাস্থ্যবিধি মোতাবেক মৃতের সকল প্রকার কাজ শেষে মরদেহ গ্রামে আনা হবে। পরে পারিবারিক কবরস্থানে বাবুর তাকে দাফন করা হবে।
খুলনা সিভিল সার্জন ডা. সুজ্জাত আহমেদ বলেন, এ নিয়ে খুলনা জেলায় করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু হলো। এর আগে রূপসা উপজেলায় দুই জন ও দিঘলিয়ায় এক জনের মৃত্যু হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।