বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে আট চিকিৎসকসহ আরো ১৫৯ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৩৮৯টি নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৮৩ জন।
শুক্রবার রাত সোয়া ১২টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে ১১৫ জন চট্টগ্রাম নগরীর এবং ৪৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
মোট ১৫৯ জন আক্রান্তের মধ্যে ৯৭ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে এবং ৬১ জন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। তবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবের তথ্য পাওয়া যায়নি। সেখানে তিন দিনের জন্য টেস্ট বন্ধ রয়েছে। টেস্টের অপেক্ষায় থাকা সাড়ে সাতশ' নমুনা ঢাকায় পাঠানো হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২০৫ জন। মৃত্যুবরণ করেছেন ৭৩ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।