Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে ৪ ঘণ্টার ব্যবধানে করোনা উপসর্গে ২জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ৮:০৮ পিএম

চার ঘণ্টার ব্যবধানে চাঁদপুরে করোনা উপসর্গে দু’জনের মৃত্যু হয়েছে। তাদের করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। পরে স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করা হয়।

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত ফয়েজ উল্যাহর (বয়স ৭৫ বছর) বাড়ি চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের ৮ নং ওয়াডে।

আজ শুক্রবার বিকাল ৩ টার তিনি চাঁদপুর শহরে ফ্যামিলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।

এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে
চাঁদপুর শহরের ১২নং ওয়ার্ড দর্জিঘাট এলাকায় করোনার উপসর্গ নিয়ে ৪৫ বছর বয়সী এক নারী মৃত্যুবরণ করেন। ওই নারী গত এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বর, সর্দি, কাশিজনিত রোগে অসুস্থ ছিলেন।

চাঁদপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজেদা আক্তার পলিনকে ফয়েজ উল্লাহর মৃত্যুর খবর জানিয়েছেন চান্দ্রা ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু।

করোনা পরিক্ষার জন্য মৃত ফয়েজ উল্লাহর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

এলাকাবাসি জানায়, মৃত ফয়েজ উল্লাহর করোনা উপসর্গ ছিলো। তার বাড়ি লকডাউন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ