Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পাকিস্তানে বিধ্বস্ত বিমান থেকে ৩ কোটি রুপি উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ৪:৫৮ পিএম

পাকিস্তানের করাচিতে সম্প্রতি বিধ্বস্ত হওয়া বিমান থেকে ৩ কোটি রুপি উদ্ধার করা হয়েছে। বিমানের ধ্বংসাবশেষ থেকে তদন্তকারী ও উদ্ধারকারী কর্মকর্তারা বিভিন্ন দেশের মুদ্রা মিলিয়ে এই ৩ কোটি রুপী উদ্ধার করেছে।

গত সপ্তাহে করাচিতে বিমানটি বিধ্বস্ত হয়ে ৯৯ জন যাত্রীর মধ্যে ৯৭ জন মারা যান। এই অর্থ বিমানটির মধ্যে দুইটি আলাদা ব্যাগে রাখা ছিল। তবে এই পরিমাণ অর্থ কিভাবে বিমানে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সে বিষয়ে খতিয়ে দেখতে শুরু করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত বিমান দুর্ঘটনায় নিহত ৪৭ টি লাশ শনাক্তকরণ শেষ হয়েছে এবং ৪৩ টি লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই তিনবার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রথমে একটি মোবাইল টাওয়ারে ধাক্কা দিয়ে পরে আবাসিক এলাকাটির ওপর আছড়ে পড়ে বিমানটি। তবে বিধ্বস্ত হওয়ার আগের দিনই বিমানটি ওমানের রাজধানী মাস্কট থেকে উড়াল দিয়ে নিরাপদে লাহোরে পৌঁছায়। সূত্র: দ্য হিন্দু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ