Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোট শঙ্কা উড়িয়ে বোল্টই প্রথম

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অবশেষে সব শঙ্কা উড়িয়ে দিলেন উসাইন বোল্ট। ভক্তরা তখন স্বস্তিতে থাকতেই পারেন। জাতীয় ট্রায়ালে সেই যে উরুর চোট নিয়ে ছিটকে পড়েছিলেন, সেই থেকে রিও অলিম্পিকে তার পাওয়া না পাওয়া নিয়ে ভক্তদের মনে একটা শঙ্কা উঁকিঝুকি মারছিলই। এর পরও অবশ্য আশার প্রদীপ নিয়ে ছিলেন জ্যামাইকার অলিম্পিক দলে। এবার সব শঙ্কা উড়িয়ে দিলেন পরশু লন্ডনের অ্যানিভার্সারি গেমসের ২০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়ে। প্রথম হলেও সময়টা একটু বেশিই নিয়েছেন জ্যামাইকান বজ্র-বিদ্যুৎ। একই ইভেন্টে ১৯.১৯ সেকেন্ডে দৌড় শেষ করার বিশ্ব রেকর্ড যার দখলে সেই তিনি যদি ১৯.৮৯ সেকেন্ড সময় নেন তাহলে তো এমনটা মনে হওয়ারই কথা। এমনকি এবছর তার সেরা টাইমিং ১৯.৭৪ সেকেন্ড। দ্বিতীয় স্থানে থাকা আলোন্সো এডওয়ার্ডের চেয়ে ০.১৫ সেকেন্ড কম সময় নিয়ে পরশু লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে দৌঁড় শেষ করেন গ্রহের দ্রুততম মানব। তবে, আসল কথা হল চোটমুক্ত থেকে দৌড় শেষ করা। বেইজিং ২০০৮ এবং লন্ডন ২০১২ অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে সোনা জয়ীও বললেন একই কথা, “শুরুটা ভালো করতে পারিনি আমি, কিন্তু চোটমুক্ত অবস্থায় দৌড় শেষ করতে পেরেছি বলে আমি খুশি।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোট শঙ্কা উড়িয়ে বোল্টই প্রথম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ