Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওল্ড ট্র্যাফোর্ডে রুট শো

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১:০৩ এএম, ২৪ জুলাই, ২০১৬

স্পোর্টস ডেস্ক : তিন নম্বর ব্যাটসম্যানদের জন্য ওল্ড ট্রাফোর্ড দীর্ঘ এক দশক ধরে ছিল দুঃসহ এক নাম। ২০০৬ সালের পর কোন ব্যাটসম্যানই পঞ্চাশোর্ধ ইনিংস গড়তে পারেননি। সেই গোরো এবার ছুঁটালেন জো রুট। সেটাও এমন রাজকীয় ভঙ্গিমায় যে, এক দশকের গেরো তো ছিঁড়েছেনই, সেই সাথে ইতি টেনেছেন ছয় দশকের এক অপেক্ষার। ১৯৫৪ সালে ডেনিস কম্পটনের পর এই প্রথম কোনো ইংলিশ পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে দ্বি-শতক করলেন। এছাড়া দ্বিতীয় ইংলিশ হিসেবে ওল্ড ট্যাফোর্ডে দ্বি-শতক হাঁকালেন রুট। শেষ পর্যন্ত থেমেছেন ২৫৪ রানে। আর মাত্র তিন রান করলেই হয়ে যেতেন ওল্ড ট্রাফোর্ডের সর্বোচ্চ ইনিংসের মালিকও। ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেন ব্যারিংটন করেছিলেন ২৫৬ রান। রুটের এই ক্যারিয়ার সেরা ইনিংস ইংল্যান্ডকে উপহার দিয়েছে রানের পাহাড়। চা বিরতির পর যখন কুকের কাছ থেকে ইনিংস পরিসমাপ্তি ঘোষণা আসে ইংল্যান্ডের স্কোর বোর্ডে ততক্ষণে জমা পড়েছে ৮ উইকেটে ৫৮৯ রান।
আগের দিন অধিনায়ক অ্যালিস্টার কুক ও গ্রে ব্যালেন্সকে নিয়ে গড়েছিলেন ১৮৫ ও ৭৩ রানের জুটি। কুক ফেরেন ব্যাডম্যানের সমান ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি হাকিয়ে। রুট অপরাজিত ছিলেন ১৪১* রানে, দলীয় সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩১৪। গতকাল ক্রিস ওকস ও জনি বেয়ারস্টোকে নিয়ে গড়েন আরো দু’টি সেঞ্চুরি পার্টনারশিপ। ওকস ও রেয়ারস্টো দু’জনই ফেরেন ৫৮ রান করে। এছাড়া স্টোকসকে (৩৪) সাথে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন ২৫ বছর বয়সী ডান-হাতি ব্যাটসম্যান। গড়েন ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক। শ্রীলঙ্কার বিপক্ষে দুই বছর আগে লর্ডসে করা অপরাজিত সেই ২০০ রানের ইনিংসটি-ই এতদিন ছিল তার ক্যারিয়ার সেরা ইনিংস। এবার সেটাকে ছাপিয়ে গড়লেন গড়লেন ২৫৪ রান। তার ৪০৬ বলের ইনিংসটি ছিল ২৭টি চারে সাজানো।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটাও যে পাক বোলারদের জন্য কতটা দুঃসহ ছিল তা বোঝাতে লর্ডস টেস্টের নায়ক ইয়াসির শাহ’র অনাকাক্সিক্ষত একটা রেকর্ডই যথেষ্ট। ২১৩ রান খরচায় হয়েছেন এক ইনিংসে ওল্ড ট্যাফোর্ডের সবচেয়ে খরুচে বোলার। ভুলে থাকার মতো রেকর্ডটি এতদিন ছিল ১৯৩৪ অ্যাশেজে ১৮৯ রান দিয়ে গড়া অস্ট্রেলিয়ান বোলার বিল ও’রেইলির দখলে। ৫৪ ওভার হাত মাত্র এক উইকেট পেয়েছেন র‌্যাংকিংয়ের শীর্ষ বোলার। ১০৬ রানের খরচায় তিন উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার ওহাব রিয়াজ। ফুল লেন্থ ডেলিভারির অফ কাটারে রুটকে ডিপে হাফিজের ক্যাচে পরিণত করেন রিয়াজ। ইংল্যান্ডের রান তখন ৫৭৭/৭। এরপর বেয়ারস্ট্রো (৫৮) ফিরলে ইনিংসের ইতি টানে ইংল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১৫ রান।

স ং ক্ষি প্ত স্কো র
ইংল্যান্ড ১ম ইনিংস : ১৫২.২ ওভারে ৫৮৯/৮ (কুক ১০৫, রুট ২৫৪, ওকস ৫৮, বেয়ারস্টো ৫৮, রিয়াজ ৩/১০৬)। পাকিস্তান ১ম ইনিংস : ৬.৩ ওভারে ১৫/০।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওল্ড ট্র্যাফোর্ডে রুট শো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ