নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ব্রাজিলের রিও অলিম্পিক কে সামনে রেখে গতকাল বিকালে ফটোসেশনে অংশ নেয় বাংলাদেশ কন্টিনজেন্ট। কুর্মিটোলা গলফ ক্লাবে এই ফটোসেশনে অলিম্পিকে খেলতে যাওয়া লাল-সবুজ দলের ৭ ক্রীড়াবিদের সঙ্গে অংশ নেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এনডিসি, পিএসসি। এছাড়াও ছিলেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব.), রিও অলিম্পিকে বাংলাদেশ দলের সেফ দ্য মিশন লে. জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম (অব.)সহ শুটিং, আরচ্যারী, সুইমিং, অ্যাথলেটিক এবং গলফ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কর্মকর্তাবৃন্দ। আগামী ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে বসছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমসের এবারের আসর। এ আসর শেষ হবে ২১ আগস্ট। এতে অংশ নিতে ১৯ সদস্যের বাংলাদেশ বহর চারভাগে ব্রাজিলের উদ্দেশ্যে দেশ ছাড়বে। ৩১ জুলাই বাংলাদেশ শুটিং দল, ১ আগস্ট সাঁতার ও অ্যাথলেটিক্স দল, ২ আগস্ট আরচ্যারি ও ৩ আগস্ট গল্ফ দল ঢাকা ছাড়বে। রিও অলিম্পিকে বাংলাদেশের সাঁতার ও অ্যাথলেটিক্সের দু’জন করে, আরচ্যারি, শুটিং ও গলফের একজন করে ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। এদের মধ্যে ছয় জন ওয়াইল্ড কার্ডের মাধ্যমে খেলার সুযোগ পেলেও গলফার সিদ্দিকুর রহমান সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।