নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : কাউন্টি অভিষেকেই করেছেন বাজিমাত, কাটার যাদুতে ৪ উইকেট নিয়ে ম্যাচ উইনিং পারফরমেন্সে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার মুস্তাফিজুর। তবে এসেক্সের বিপক্ষে দূর্দান্ত পারফরমেন্সের ধারাবাহিকতায় ছেদ পড়েছে এই বাঁ হাতির পরের ম্যাচে। সারের মাঠ কেনিংটন ওভালে করেছেন হতাশ, কাটিয়েছেন উইকেটহীন (৩.২-০-৩১-০)। টসে হেরে ব্যাটিংটাই হয়নি সাসেক্সের তেমন। ফ্লাট উইকেটে মিডল অর্ডার ক্রেইগ চাচোপার ৪৫ রান এবং ওপেনার ন্যাশের ৩৯ রানে ভর করে ১৫৩/৬ স্কোরটা হয়নি সাসেক্সের যথেষ্ট। জবাব দিতে এসে স্বাগতিক দলের রান তাড়া করে ব্যাটিংয়ে শুরুতেই ব্যাকফুটে নেমে গেছে সাসেক্স। গেম প্লান বদলে ফেলে ৪র্থ ওভারে মুস্তাফিজুরের হাতে বল তুলে দিয়ে একটা ঝুঁকি নিয়েছিলেন অধিনায়ক লুক রাইট। তবে প্রথম ওভারেই খরচা মুস্তাফিজুরের ১০ রান। সারের ওপেনার জেসন রয় ওই ওভারের শেষ ২টি ডেলিভারিকে বাউন্ডারিতে পরিনত করে মুস্তাফিজুরের মনোবলে দিয়েছেন ধাক্কা। সেই ধাক্কা সামাল দিয়ে দ্বিতীয় স্পেলে চেয়েছিলেন ফিরতে, ১৩তম ওভারে ৫ রানের বেশি দেননি মুস্তাফিজুর। তবে সেখানে মুস্তাফিজুরকে থামিয়ে দিয়ে বোকামি করেছেন লুক রাইট। সারে যখন জয়ের দ্বারপ্রান্তে, তখন ১৭ এবং ১৯তম ওভারে মুস্তাফিজুরের হাতে বল দিয়েছিলেন অপ্রত্যাশিত কিছ’ুর আশায়। তবে ৮ বলের ওই স্পেলে মুস্তাফিজুরের খরচা হয়েছে ১৭ রান। শেষ বলে ক্রিস মরিস ছক্কায় নিয়েছেন উইনিং শট। সারের কাছে ৬ উইকেটে হেরে গেছে সাসেক্স। এই ম্যাচ হেরে ন্যাট ওয়েস্ট টি-২০ ব্লাস্টে কোয়ার্টার ফাইনালে ওঠা একটু কঠিনই হয়ে গেল সাসেক্সের। ১৩ ম্যাচে ১২ পয়েন্টে সাসেক্স নেমে গেল সাউথ গ্রুপে ৬ষ্ঠ অবস্থানে, সম সংখ্যক পয়েন্ট নিয়ে রেট রান রেটে এগিয়ে থাকায় সারে সেখানে ৫ম স্থানে।
এদিকে কাউন্টিতে টি-২০’র পর ওয়ানডে ভার্সনের ক্রিকেটে অভিষেকের সামনে দাঁড়িয়ে এখন মুস্তাফিজুর। আজ গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলতে নামছেন মুস্তাফিজ। একই সঙ্গে কাউন্টির ওয়ানডেতেও অভিষেক হয়ে যাচ্ছে তার। বাংলাদেশ সময় রোববার বিকাল ৪টায় চেলটেনহ্যাম কলেজ গ্রাউন্ডে স্বাগতিকদের মুখোমুখি হবে সাসেক্স। রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে জুনে সর্বশেষ মিডলসেক্সের বিপক্ষে খেলেছিল সাসেক্স। এই ফরম্যাটের টুর্নামেন্টে ওটাই একমাত্র জয় সাসেক্সের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।