Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গবেষণা বলছে, করোনা রোগীদের ৫০ ভাগ স্বাদহীনতায় ভুগছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০২০, ৭:১৯ পিএম

নতুন এক গবেষণায় বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ৫০ ভাগ রোগী ভিন্ন স্বাদ পাচ্ছেন বা খাবারে স্বাদ হারাচ্ছেন। গ্যাস্ট্রোলজি জার্নালে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকরা তাদের নিজেদের রোগীর মধ্যে এই উপসর্গ খুঁজে পেয়েছেন। -দ্য হিন্দু

মার্কিন যুক্তরাষ্ট্রের টলেডো বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আজিজ বলেন, ‘পূর্বের গবেষণায় এই লক্ষণ দেখা যায় নি। এর কারণ হতে পারে কাঁশি, জর ও শ্বাস গ্রহণে সমস্যার মতো উপসর্গ। আমরা এখন দেখছি, গতানুগতিকতার চাইতে ভিন্ন স্বাদ অনুভব করা বা কোনো স্বাদ না পাওয়া একটি অন্যতম উপসর্গ।

গবেষক দল মধ্য জানুয়ারি থেকে মার্চের শেষ পর্যন্ত ৫টি গবেষণার তথ্য বিশ্লেষণ করেন। গবেষণায় অংশ নেয়া ৮১৭ জন রোগীর মধ্যে ৪৯ . ৮ শতাংশ বলেছেন তাদের স্বাদের পরিবর্তন হয়েছে । আজিজ আরো বলেন , ‘ আমরা ধারণা করছি জ্বর , শ্বাস গ্রহণে সমস্যা ও কাঁশির কারণে এই উপসর্গটি যোগ হয়ে থাকতে পারে। তবে এটি শুধুুমাত্র শনাক্ত হওয়া করোনা রোগীর ক্ষেত্রে নয় , যাদের করোনা শনাক্ত হয় নি কিন্তু ইতোমধ্যেই এই ভাইরাস বহন করছেন এই উপসর্গ তাদের মধ্যেও দেখা গিয়েছে ।

তার আগে করা এক গবেষণায় দেখা যায় , কোভিড - ১৯ রোগে আক্রান্ত অনেক ব্যক্তিই বুঝতে পারেন না যে তারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং নিজের অজান্তেই এই রোগ ছড়িয়ে দিচ্ছেন। গবেষকরা সন্দেহ করে দেখেছেন , খাবারে স্বাদ না পাওয়া একটি উপসর্গ হতে পারে। তবে এই সন্দেহকে দৃঢ়ভাবে প্রমাণ করার জন্য আরো গবেষণা করা প্রয়োজন ।



 

Show all comments
  • মোঃ সাগরআহমেদবাচ্চুমিয়া ২৯ মে, ২০২০, ৫:০৫ পিএম says : 0
    আজ ৯দিন হলো জর ঠান্ডাহালকাকাশি ছিলো ডাঃ এর পরামর্শ ওষুধ খাইছি ইনশাআল্লাহ ৭ দিন পর জর ঠান্ডা কাশি কিছুই নাই তবে নাকে কোন গন্ধ পারছি না তাই এই ব্যপারে আমার কি করনিয়ও বা কি ওষুধ খাবো আজ ৯ দিন হলো আমি নিজ বাসায় একা হোম কুয়ারেন্টে আছি আমার কি করোনা ভাইরাস হয়ছে কি না তাওজানি না টেষ্ট করানের জন্যে অনেক চিস্টা করছি কিন্তু পারিনাই আমার শরিলে অন্নো কোন সম্যোসা না শুধু নাকে গন্ধো পাসছিনা দয়া করে আমার করোনা টেস্ট করানোর ব্যবস্তা করে দিবেন আমি বতমান ২৮/এ /২ মৌলবিটেক ঢাকা খিলগাঁও তালতলা রামপুরা থানা এই ঠিকানায় আছি ।।
    Total Reply(0) Reply
  • মোঃ সাগরআহমেদবাচ্চুমিয়া ২৯ মে, ২০২০, ৫:০৫ পিএম says : 0
    আজ ৯দিন হলো জর ঠান্ডাহালকাকাশি ছিলো ডাঃ এর পরামর্শ ওষুধ খাইছি ইনশাআল্লাহ ৭ দিন পর জর ঠান্ডা কাশি কিছুই নাই তবে নাকে কোন গন্ধ পারছি না তাই এই ব্যপারে আমার কি করনিয়ও বা কি ওষুধ খাবো আজ ৯ দিন হলো আমি নিজ বাসায় একা হোম কুয়ারেন্টে আছি আমার কি করোনা ভাইরাস হয়ছে কি না তাওজানি না টেষ্ট করানের জন্যে অনেক চিস্টা করছি কিন্তু পারিনাই আমার শরিলে অন্নো কোন সম্যোসা না শুধু নাকে গন্ধো পাসছিনা দয়া করে আমার করোনা টেস্ট করানোর ব্যবস্তা করে দিবেন আমি বতমান ২৮/এ /২ মৌলবিটেক ঢাকা খিলগাঁও তালতলা রামপুরা থানা এই ঠিকানায় আছি ।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ