মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নতুন এক গবেষণায় বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ৫০ ভাগ রোগী ভিন্ন স্বাদ পাচ্ছেন বা খাবারে স্বাদ হারাচ্ছেন। গ্যাস্ট্রোলজি জার্নালে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকরা তাদের নিজেদের রোগীর মধ্যে এই উপসর্গ খুঁজে পেয়েছেন। -দ্য হিন্দু
মার্কিন যুক্তরাষ্ট্রের টলেডো বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আজিজ বলেন, ‘পূর্বের গবেষণায় এই লক্ষণ দেখা যায় নি। এর কারণ হতে পারে কাঁশি, জর ও শ্বাস গ্রহণে সমস্যার মতো উপসর্গ। আমরা এখন দেখছি, গতানুগতিকতার চাইতে ভিন্ন স্বাদ অনুভব করা বা কোনো স্বাদ না পাওয়া একটি অন্যতম উপসর্গ।
গবেষক দল মধ্য জানুয়ারি থেকে মার্চের শেষ পর্যন্ত ৫টি গবেষণার তথ্য বিশ্লেষণ করেন। গবেষণায় অংশ নেয়া ৮১৭ জন রোগীর মধ্যে ৪৯ . ৮ শতাংশ বলেছেন তাদের স্বাদের পরিবর্তন হয়েছে । আজিজ আরো বলেন , ‘ আমরা ধারণা করছি জ্বর , শ্বাস গ্রহণে সমস্যা ও কাঁশির কারণে এই উপসর্গটি যোগ হয়ে থাকতে পারে। তবে এটি শুধুুমাত্র শনাক্ত হওয়া করোনা রোগীর ক্ষেত্রে নয় , যাদের করোনা শনাক্ত হয় নি কিন্তু ইতোমধ্যেই এই ভাইরাস বহন করছেন এই উপসর্গ তাদের মধ্যেও দেখা গিয়েছে ।
তার আগে করা এক গবেষণায় দেখা যায় , কোভিড - ১৯ রোগে আক্রান্ত অনেক ব্যক্তিই বুঝতে পারেন না যে তারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং নিজের অজান্তেই এই রোগ ছড়িয়ে দিচ্ছেন। গবেষকরা সন্দেহ করে দেখেছেন , খাবারে স্বাদ না পাওয়া একটি উপসর্গ হতে পারে। তবে এই সন্দেহকে দৃঢ়ভাবে প্রমাণ করার জন্য আরো গবেষণা করা প্রয়োজন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।