বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। একদিনেই নতুন ২১৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করা পরীক্ষায় এ সংক্রমণ শনাক্ত হয় । বুধবার রাতে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এ নিয়ে চট্টগ্রাম জেলায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ২০০ জনে।
বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা হয় ২০৯টি। এতে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ৩৮টিতে। এর মধ্যে মহানগরী এলাকার ৩৭ জন এবং উপজেলার একজন।
সিভিল সার্জন জানান, চমেক ল্যাবে ২৫৯টি নমুনা পরীক্ষায় সংক্রমণ পাওয়া গেছে ১৩৮ জনের। এর মধ্যে মহানগরী এলাকার ১২৯ জন এবং বিভিন্ন উপজেলার নয়জন।
ভেটেরিনারি ল্যাবে ১০০ নমুনা পরীক্ষায় চট্টগ্রামের করোনাভাইরাস পজেটিভ মিলেছে ৩৬ জনের। এর মধ্যে ১৬ জন মহানগরী এবং ২০জন বিভিন্ন উপজেলার।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ৩৪টি নমুনা পরীক্ষা হয়। এতে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে তিনজনের। এরা সকলেই মহানগরী এলাকার বাইরের।
সিভিল সার্জন কার্যালয়ের হিসেবে বুধবার ৬০২টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে ২১৫ জনের।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬১ জন । আর সুস্থ হয়েছেন ১৯১জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।