বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণাঞ্চলে আরো ২১জনের দেহে করেনা ভাইরাস সনাক্ত হবার মধ্যে দিয়ে আক্রান্তের সংখ্যা ৪শ অতিক্রম করল। গত ২৪ ঘন্টায় শুধু বরিশালেই আক্রান্তের সংখ্যা ১৪। শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বুধবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় মারা গেছেন আরো ২জন। এনিয়ে আইসোলেশন ওয়ার্ডে ২৫ জন ও করেনা ওয়ার্ডে ৩জনের মৃত্যু হল। ফলে দক্ষিণাঞ্চলে করেনা সংক্রমনে মোট মৃতের সংখ্যা ৯ বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরিক্ষায় ২৪ জনের দেহে করেনা ভাইরাস সনাক্ত হয়েছে বলে জানা গেছে। এসময়ে ৩জন কোভিড-১৯ রোগী সুস্থ্য হয়ে উঠেছেন বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।
বরিশাল মহানগরী সহ সমগ্র জেলার পরিস্থিতি প্রতিদিনই ঝুকিপূর্ণ হয়ে উঠছে। বরিশাল পুলিশে আক্রান্তের সংখ্যাও প্রতিদিন বাড়ছে। এপর্যন্ত দক্ষিণাঞ্চলে মোট আক্রান্ত ৪০৫ জনের মধ্যে বরিশালেই ১৮১ জন। এ ছাড়া পিরোজপুরে ৬৩, বরগুনাতে ৫৪, পটুয়াখালীতে ৪৩, ঝালকাঠীতে ৪১ ও ভোলাতে ২৩ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে।
বরিশাল জেলায় মোট আক্রান্তদের মধ্যে শতাধীকই মহানগরীর ৩০টি ওয়ার্ডে হলেও পুলিশ বিভাগে আক্রন্তের সংখ্যাও অনেক। যাদের প্রায় সকলকেই বিভাগীয় পুলিশ হাসপাতাল সহ নিজন্ব আইসোলেশন ব্যবস্থাপনায় চিকি’সা চলছে। মহানগর পুলিশ কমিশনার সহ উর্ধতন কর্মকর্তাগন পুলিশ কর্মীদের চিকি’সা তত্বাবধান করছেন।
শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করেনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ৫জন রোগী ভর্তি হলেও দুজনের রক্ত পরিক্ষায় করেনা ভাইরাস সনাক্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।