Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরাজদিখানে শিশুসহ ১৭ জনের করোনা শনাক্ত, ১১ বাড়ি লকডাউন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ১০:১৭ এএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২৬ মে মঙ্গলবার শিশুসহ নতুন করে ১৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৩ ও ২৪ তারিখে পাঠানো নমুনায় মঙ্গলবার ১৭ জন আক্রান্ত হয়। উপজেলায় এ নিয়ে মোট আক্রান্ত ৯২ জন ও সুস্থ হয়ে বাড়ি চলে গেছে ৪৬ জন। সন্ধ্যায় জেলার সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ১৭ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের স্ত্রী ৩৫ বছর। এছাড়া উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধুল গ্রামের একই পরিবারের দুই শিশু ৩,৬ বছর ও একি গ্রামের ১৬,৩৫ বছরের ২ নারী। কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়ায় ৩৩ বছরের এক জন পুরুষ ও ১১ বছরের এক জন শিশু। জৈনসার ইউনিয়নে ২৮ বছর এক যবতী ও রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের ১০ বছরের এক শিশু। বাকি ৮ জন ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের পাইটাল পাড়ায়। তাদের বয়স যথা ক্রমে ৪৪,৩০,৫০,১১,৫০,২৪,২৮,১৫। তাদেরকে নিজ নিজ বাড়িতে হুম কোয়ারেনন্টিনে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, ২৬ মে মঙ্গলবার ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রাতে আক্রান্তদের বাড়িসহ ১১ টি বাড়ি লকডাউন করা হয়। এর মধ্যে রাজদিয়ায় ৭ বাড়ি,আবিরপাড়ায় ১ বাড়ি,চন্দনধুল গ্রামে ১ বাড়ি ও কুচিয়ামোড়ায় ২ বাড়ি ।



 

Show all comments
  • Habib Ahsan ২৭ মে, ২০২০, ১০:২৫ এএম says : 0
    Asun amra sobai careful hoi
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ