Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা আক্রান্ত বিআইটিআইডি ল্যাব প্রধান প্রফেসর ডা. শাকিল

আইসোলেশন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ৯:৫৪ এএম

এবার করোনায় আক্রান্ত হলেন বিআইটিআইডি ল্যাব প্রধান প্রফেসর ডা. শাকিল আহমেদ খান।
মঙ্গলবার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায়
তার করোনা পজেটিভ আসে। গত ২৬ মার্চ থেকে তার তত্ত্বাবধানে সেখানে করোনাভাইরাস শনাক্তে সর্বাধিক নমুনা পরীক্ষা হচ্ছে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি বলেন, বিআইটিআইডির ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমেদের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।

সিভিল সার্জন জানান, অসুস্থতার কারণে আইসোলেশনে গেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরও। তার জায়গায় সাময়িকভাবে নতুন একজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ডা. হাসান শাহরিয়ারের নমুনা করোনাভাইরাস পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
সাময়িকভাবে পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডা. মোস্তফা খালেদ আহমদকে। তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে কাজ করছিলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের নমুনায়ও করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে বলে জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানিয়েছেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের ব্যুরো চিফ চৌধুরী ফরিদ বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে বিআইটিআইডি ল্যাব প্রধানসহ
চট্টগ্রামে নতুন করে আরও ৯৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত মোট রোগীর সংখ্যা ১ হাজার ৯৮৫ জন।

মঙ্গলবার চট্টগ্রামের তিনটি ল্যাবে ৪৯৮টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯টিসহ মোট ৫০৭টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের এই ৯৮ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

এর মধ্যে মহানগরীতে শনাক্ত হয়েছেন ৮৮ জন। আর ১০ জন উপজেলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ