বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এবার করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক এটলি ।
মঙ্গলবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তবে তার করোনার উপসর্গও ছিল।
রাত ১২টা নাগাদ অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতালে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
মাহবুবুল হকের স্বজনরা জানান, রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে ওআর নিজাম রোডে চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
ওই মেডিক্যাল সেন্টারে দায়িত্বরত চিকিৎসক হৃদরোগে আক্রান্ত হয়ে মাহবুবুল হক এটলি মারা গেছেন বলে জানিয়েছেন।
প্রায় ১ বছর আগেও নগর শ্রমিক লীগ নেতা মাহবুবুল হক এটলি একবার হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নেন বলে জানান তার স্বজনরা ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।