মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইহুদিবাদী ইসরাইল যতক্ষণ মূল্য পরিশোধ করতে রাজি না হচ্ছে ততক্ষণ তার সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করবে না বলে জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্ত করার জন্য হামাস সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন।
হামাস গত সপ্তাহেও এক বিবৃতিতে বলেছিল, তাদের হাতে আটক ইহুদিবাদী বন্দিদের মুক্তি পাওয়ার উপায় একটিই। আর তাহলো- দু’পক্ষের মধ্যে বন্দি বিনিময়।হামাসের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা ইয়াহিয়া সিনওয়ার গতমাসে এক প্রস্তাব বলেছিলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে তেল আবিব যদি ফিলিস্তিনি অসুস্থ, বৃদ্ধ, নারী ও শিশু বন্দিদের মুক্তি দেয় তাহলে তার সংগঠন ইসরাইলি বন্দিদের মুক্তির বিষয়টি বিবেচনা করবে।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সম্প্রতি জানিয়েছিল, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বন্দি বিনিময়ের ব্যাপারে দু’পক্ষের আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। এক বিবৃতিতে হামাস জানায়, তাদের হাতে বন্দি ইহুদিবাদীদের পরিবারবর্গকে বিভ্রান্ত করা এবং ফিলিস্তিনি বন্দিদের মানসিকভাবে চাপে রাখার জন্য আলোচনার নামে সময়ক্ষেপণ করছে তেল আবিব। ইহুদিবাদী ইসরাইলের কারাগারে বর্তমানে নারী, শিশু ও বৃদ্ধসহ চার হাজার ৮০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।