Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনে লকডাউনেও ১৫ জুন থেকে কিছু দোকান চালু করা যাবে, প্রধানমন্ত্রীর ঘোষণা

যুক্তরাজ্য সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০২০, ৯:৫১ এএম

করোনাভাইরাসের কারনে প্রায় ১০ সপ্তাহ যাবত লকডাউনে রয়েছে ব্রিটেনে। সম্প্রতি লকডাউন কিছুটা শিথিল করেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

সোমবার ২৫ মে ব্রিটিশ সরকারের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আগামী মাস থেকে লকডাউন আরো শিথিলের ঘোষণা দিলেন।

প্রধানমন্ত্রীর ঘোষণায় রয়েছে সকল নিত্য প্রয়োজনীয় দোকানের পাশাপাশি অপ্রয়োজনীয় খুচরা দোকানগুলোও আগামী ১৫ জুন থেকে ইংল্যান্ডে আবারও চালু করা যাবে।
এই পদক্ষেপটি করোনাভাইরাস বিরুদ্ধে চলমান অগ্রগতির উপর নির্ভরশীল এবং খুচরা বিক্রেতাদের দোকানদার ও শ্রমিকদের রক্ষার জন্য নতুন নির্দেশিকাগুলি মেনে চলতে হবে।
এদিকে আউটডোর মার্কেট এবং গাডীর শোরুমগুলি ১ জুন থেকে আবার খুলার অনুমতি দেয়া হয়েছে।

এই ঘোষণা যখন হয় তখন সোমবার ব্রিটেনে নতুন করে ১২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৯১৪জনে।

মিঃ বরিস জনসন বলেন, খুচরা খাতের জন্য প্রয়োজনীয় সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মান পূরণের জন্য তাদের কী ব্যবস্থা নেওয়া উচিত সে সম্পর্কে বিশদ দিকনির্দেশনা প্রকাশ করা হচ্ছে।
দোকানগুলির পুনরায় চালু হওয়ার আগে এই নির্দেশিকাটি বাস্তবায়নের এখন সময় রয়েছে।

এটি নিশ্চিত করবে তারা কি প্রদক্ষেপ নিয়েছেন। আমি চাই যে লোকেরা আত্মবিশ্বাসের সাথে তারা নিরাপদে কেনাকাটা করতে পারে, তবে তারা যেন সামাজিক দূরত্ব বিধি অনুসরণ করে।

ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলে, সামনের দিকে এগিয়ে যেতে আরো সুস্পষ্ট ঘোষণা প্রয়োজন।



 

Show all comments
  • কামরুজ্জামান ২৬ মে, ২০২০, ১১:২৩ এএম says : 0
    ভালো উদ্যোগ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ