Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে করোনা আক্রান্ত ৩৯০জন

প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মে, ২০২০, ১:৩৯ পিএম

জনসাধারণের উদাসীনতার কারনে নোয়াখালীতে করোরা আক্রান্ত রোগী সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আজ আরও ১২জনের করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। এনিয়ে নোয়াখালীতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯০জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত ৫মে নোয়াখালীতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৮জন। কিন্তু মাত্র ২০দিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩৯০জনে পৌছেছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাকে করোনা সূতিকাগার বলা হয়। একমাত্র বেগমগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৮৫জনে উন্নীত হয়েছে। নোয়াখালীর প্রধান বাণিজ্য নগরী চৌমুহনী বাজারে প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করে থাকে। করোনা সংক্রমণ সম্পর্কে এদের অধিকাংশই উদাসীন। ফলে এ উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধিতে জেলা প্রশাসন আতঙ্কিত। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে এবারের ঈদে কেনাকাটার জন্য জেলা শহর ও বিভিন্ন উপজেলার বিপনিগুলোতে হাজার হাজার নারী পুরুষ ভিড় জমায়। ফলে গত এক সপ্তাহে করোনা সংক্রমন সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ