Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

পরিবারের এক সদস্যসহ বশেমুরবিপ্রবির কর্মকর্তা করোনায় আক্রান্ত

গোপালগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মে, ২০২০, ১:৩২ পিএম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একজন প্রশাসনিক কর্মকর্তা ও তার পরিবারের এক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম হিরা।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছুটির পরে ওই কর্মকর্তা পরিবারের সাথে ঢাকায় ছিলেন। কিছুদিন আগে তার এবং পরিবারের এক সদস্যের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। বর্তমানে ঢাকায় নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন তারা এবং এই মুহূর্তে অনেকটা সুস্থ। এসময় তিনি আরো জানান, যে কোনো ধরনের প্রয়োজনে কর্মকর্তা সমিতিসহ সকলে সবসময় তার পাশে থাকবে।
প্রসঙ্গত, এর আগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার পরিবারের দুই সদস্যসহ করোনায় আক্রান্ত হন। বর্তমানে তারা করোনা জয় করে সুস্থ আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ