Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী নগরীর তিনজনসহ আরো পাঁচজন করোনা শনাক্ত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মে, ২০২০, ১১:০৬ এএম

রাজশাহী মহানগরীতে থাকা আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, গত রাতে দুইটি ল্যাবে মোট ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন আছেন রাজশাহী মহানগরীতে।
এদের মধ্যে একজন করোনা আক্রান্ত এবং সন্দেহভাজন রোগিদের জন্য নির্ধারিত খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন। একজনের বাড়ি নগরীর উপশহরে। অপরজনের বাড়ি নগরীর বালিয়াপুকুর। তারা সবাই পুরুষ। আক্রান্ত অন্য তিনজনের মধ্যে দুইজনের বাড়ি নওগাঁ। অপরজন পাবনার বাসিন্দা। তাদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জেলার সিভিল সার্জনকে জানানো হয়েছে।
রোববার রামেকের ল্যাবে দুই শিফটে ১৮৮টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়। এর মধ্যে ত্রুটি থাকায় ৩৯টি নমুনার রিপোর্ট হয়নি। বাকি ১৪৯টি নমুনার মধ্যে ছয়টি পজিটিভ এবং ১৪৩টি নেগেটিভ।
নতুন তিনজন শনাক্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৪২ জন। রাজশাহী মহানগরীতে সংখ্যাটি বেড়ে ৮ জনে দাঁড়ালো। এদের মধ্যে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মারা গেছেন। এছাড়া জেলার বাঘা উপজেলায় আরেক বৃদ্ধ মারা গেছেন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন আটজন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবেও নমুনা পরীক্ষা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ