বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারে দিন দিন করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় হোটেল ভাড়া নিয়ে ২০০ বেডের করোনা আইসোলেশন হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক কামাল হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করোনা সনাক্ত রোগীদের ঘরবাড়িতে আইসোলেশন রাখা হলে তারা নিয়ম না মেনে বাইরে ঘুরাফেরা করে থাকে। এতে আশপাশের অন্যদের সংক্রমনের আশঙ্কা সৃষ্টি করে।
তাই আক্রান্ত ব্যক্তিদের পারিবারিক এবং সামাজিকভাবে সম্পূর্ণ আইসোলেশনে রাখার জন্য জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কক্সবাজার হোটেল মোটেল জোনে এবং ইনানীতে হোটেল ভাড়া নিয়ে ২০০ ব্যডের আইসোলেশন হাসপাতালের চিন্তা করা হয়েছে।
সপ্তাহ দশ দিনের মধ্যে এই হাসপাতাল গড়ে তোলা সম্ভব হবে বলেও জেলা প্রশাসক জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।