Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বেঁচে আছি’, নিজেই জানালেন ইয়াসির শাহ

করাচিতে বিমান দুর্ঘটনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২০, ৭:৩৯ পিএম | আপডেট : ৭:৪৩ পিএম, ২৩ মে, ২০২০

গত শুক্রবার পাকিস্তান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ করাচিতে দূর্ঘটনায় ভষ্মীভূত হয়। প্রাথমিক খবরে জানা গেছে, ৮০জন মারা গেছেন এ দু র্টনায়। দুঘর্টনার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে, উড়োজাহাজে ইয়াসির শাহও ছিলেন। দুর্ঘটনায় মারা গেছেন পাকিস্তানের এ লেগ স্পিনার!

এ উড়ো খবর ঝড় উঠেছিল টুইটারে। অনেকে শোকও জানিয়েছেন তাতে। অনেকে এর সত্যতাও জানতে চেয়ে টুইট করেন। একজন সংবাদমাধ্যমের কথা উল্লেখ করে টুইট করেন, ´করাচিতে উড়োজাহাজ দূর্ঘটনায় মারা গেছেন পাকিস্তানি টেস্ট ক্রিকেটার ইয়াসির শাহ। বিসিসি নিউজ জানিয়েছে ইয়াসির শাহ উড়োজাহাজে ছিলেন।´

"ইয়াসির

ইয়াসির শাহর টুইট। পরে এ টুইট মুছে ফেলেন তিনি। ছবি: টুইটার

এ খবর বিদ্যুৎবেগে চারপাশে ছড়িয়ে পড়লে সবার ভুল ভাঙাতে টুইট করেন ইয়াসির, ´সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। বাসায় নিরাপদ ও ভালো আছি। প্রার্থনা করি উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতরা জান্নাতুল ফেরদৌসে স্থান পাক।´

পাকিস্তানের হয়ে ৩৯ টেস্ট ও ২৫ ওয়ানডে খেলা এ লেগ স্পিনার কিছুক্ষণ পর এ টুইট মুছে ফেলেন। এরপর আর কোনো টুইট করেননি তিনি।



 

Show all comments
  • PF ২৪ মে, ২০২০, ৬:৪১ এএম says : 0
    dailyinqilab.com is really good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান ক্রিকেট গুজব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ