মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় এলাকার একটি জাহাজ ‘ইউএসএস পোর্টল্যান্ড’ থেকে উড়ন্ত একটি ড্রোনকে লক্ষ্য করে লেজার রশ্মি ছোড়ে এবং ড্রোনটি ভস্মীভূত হয়। ২০১৭ সালে পারস্য উপসাগরে মার্কিন পরিবহন জাহাজ ইউএসএস পোনস থেকে ৩০ কিলোওয়াট শক্তির লেজার অস্ত্র পরীক্ষা করা হয়। সিএনএন
সেই সময় লেফটেন্যান্ট কেল হিউজেস বলেছিলেন, বাতাস বা দূরত্ব কোনো বিষয় নয়, নির্দিষ্ট লক্ষ্যে প্রবল মাত্রায় ফোটন নিক্ষেপ করা হয়, যা আলোর গতিতে আঘাত হানে। গত ১৬ মে ফের মার্কিন নৌবাহিনী এধরনের অস্ত্র পরীক্ষা করলো। প্রতিবেদনে লেজার অস্ত্রের শক্তি সম্পর্কে কিছু বলা না হলেও ২০১৮ সালে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্রাটেজেক স্টাডিজের এক প্রতিবেদনে তা দেড়’শ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বলা হয়েছিল।
পোর্টল্যান্ডের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন ক্যারি স্যান্ডার্স বলেন, এধরনের লেজার অস্ত্র ড্রোন, অচেনা বস্তু ও ছোট খাট বিমান ধ্বংস করতে বিশেষভাবে পারঙ্গম। এধরনের সাফল্য নৌবাহিনীর নতুন সামর্থ্যের কথাই জানান দেয়।
মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, এ লেজার অস্ত্রকে নির্দেশিত শক্তির অস্ত্র বলা যায়, যা ড্রোন ছাড়াও ছোটখাটো নৌকার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। তাৎক্ষণিকভাবে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাকে এধরনের অস্ত্র আরো বিস্তৃতি ঘটাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।