বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে নিরাময় নার্সিং হোক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডাঃ আসলামুজ্জামান কামালের করোনা পজিটিভ হওয়ায় ক্লিনিকের ডাক্তার, স্টাফ ও রোগীসহ ৪১ জনকে ক্লিনিকে লকডাউন করা হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ ক্লিনিকটিকে লকডাউনের আওতায় আনেন।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.কাইয়ূম তালুকদার ঘটনা নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার (১৯ মে) ডাঃ আসলামুজ্জামান কামাল করোনা উপসর্গে হাসপাতালে এসে নমুনা টেস্টের জন্য দিয়ে যান। শুক্রবার তার শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
লকডাউন কালে ইউএনও সাব্বির আহমেদ বলেন, করোনা পজেটিভ চিকিৎসক ক্লিনিকে ভর্তিরত রোগীদের সেবা প্রদান করেছেন। তাই তার সংস্পর্শে এসে অন্য কেউ ব আক্রান্ত হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আমরা ক্লিনিকে কর্মরত চিকিৎসক, স্টাফ ও চিকিৎসাধীন রোগীসহ মোট ৪১ জনকে করোনা সংক্রমন ঝুকি হ্রাসের জন্য লকডাউনের আওতায় এনেছি। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে । নমুনা পরীক্ষা না হওয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।