Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসকদের ড্যাবের সাহরি ও ইফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মে, ২০২০, ১২:০৭ এএম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের বিভিন্ন কোভিড ডেডিকেটেড হাসপাতাল এবং করোনা ইউনিটে স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মাঝে সেহরী ও ইফতার প্রদানের কর্মসূচি গ্রহণ করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। কর্মসূচির অংশ হিসেবে গত সিলেট জেলা ড্যাবের পক্ষে সিলেট সদর (করোনা) হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগিদের সেহরী প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ ইনামুল হক চৌধুরী। এসময় সিলেট জেলা ড্যাবের সভাপতি ডা. মো. নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ বিভাগের করোনা রোগীর স্বাস্থ্যসেবা কেন্দ্র এস.কে হাসপাতালে ড্যাব ময়মনসিংহ শাখার পক্ষে সেখানে অবস্থানরত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মাঝে সেহরি কর্তব্যরত চিকিৎসক ডাঃ আরমানের কাছে হস্তান্তর করা হয়। বরিশাল ড্যাবে পক্ষে শের-ই-বাংলা মেডিকেল কলেজে স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেহরি তাদের অবস্থানকারী হোটেল রিচমাটে পৌঁছে দেওয়া হয়। ভবিষ্যতেও ড্যাব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশে থাকবে এবং বিভিন্ন দূর্যোগে এদেশের জনগণের কল্যাণার্থে কাজ করবে বলে জানান ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্যাব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ