নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে কাক্সিক্ষত সাফল্য পাওয়ার স্বপ্ন নিয়ে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রীড়া দলের প্রথম বহর। গেমসে এক ডজন স্বর্ণপদক জয়ের আশা বাংলাদেশের ক্রীড়াবিদদের। এসএ গেমসের ১২তম আসরের ২৩ ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ অংশ নেবে ২২টিতে। এ লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া দলের ৪৬৯ জনের বহর গৌহাটি-শিলং যাচ্ছে। যার মধ্যে ২২৩ পুরুষ ও ১৪৭ জন মহিলা খেলোয়াড় ছাড়াও ৬০ কোচ ও ৩৯ জন ম্যানেজার রয়েছেন। এদের সঙ্গে যাচ্ছেন ১১ জন বিদেশী প্রশিক্ষকও। এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বিভিন্ন মন্ত্রণালয়, হেড কোয়ার্টার্স অফিসিয়াল, টিম ডাক্তার মিলে লাল-সবুজের বহর দাঁড়াচ্ছে ৫২০ জনের।
তিনভাগে বিভক্ত হয়ে ভারত যাচ্ছেন বাংলাদেশ দল। আজ আটটি ক্রীড়া ডিসিপ্লিনের ১৮৬ জন ক্রীড়াবিদ দেশ ছাড়বেন। এদের মধ্যে- আরচ্যারির (শিলং) ২১, ভলিবলের (গৌহাটি) ১৫, কুস্তির (গৌহাটি) ২১, সাইক্লিংয়ের (গৌহাটি) ১৮, পুরুষ ফুটবলের (গৌহাটি) ২২, সুইমিংয়ের (গৌহাটি) ২৫, মহিলা ফুটবলের (শিলং) ২২, টেবিল টেনিসের (শিলং) ১৪ এবং ব্যাডমিন্টনের (শিলং) ১৬ জন ক্রীড়াবিদ। এছাড়া প্রথম ভাগে দলের সঙ্গে ১২ জন বিওএর অফিসিয়াল ও ডাক্তার যাচ্ছেন। আগামীকাল লাল-সবুজের দ্বিতীয় বহরে যাচ্ছেন ১৬২ জন খেলোয়াড়। এদের মধ্যে উশুর (শিলং) ১৬, ভারোত্তোলনের (গৌহাটি) ১৯, খো খো’র (গৌহাটি) ২৮, স্কোয়াশের (গৌহাটি) ৬, হকির (গৌহাটি) ২২, টেনিসের (গৌহাটি) ৮, অ্যাথলেটিকসের (গৌহাটি) ৩১ এবং শুটিংয়ের (গৌহাটি) ২০ জন রয়েছেন। এই বহরে বিওএর অফিসিয়াল, ডাক্তার ও ডেলিগেট রয়েছেন ৯ জন। বাংলাদেশ ক্রীড়া দলের শেষ বহরটি হচ্ছে ১৩৮ জনের। তারা যাবে ৮ ফেব্রæয়ারি। এই বহরে শুটিংয়ের আরেকটি (গৌহাটি) ১৫ জনের দল, কাবাডির ( গৗহাটি) ২৯, বাস্কেটবলের (গৌহাটি) ১৫, হ্যান্ডবলের (গৌহাটি) ৩২, তায়কোয়ান্ডোর (গৌহাটি) ১১, বক্সিংয়ের (শিলং) ১৫ এবং জুডোর (শিলং) ১৩ জন রয়েছেন। তৃতীয় বহরে বিওএ’র অফিসিয়াল, সদস্য ও ডেলিগেট যাচ্ছেন আরও ৮ জন। বাংলাদেশ দলের ক্রীড়াবিদ, কোচ ও ম্যানেজাররা সরাসরি বিমানে গেলেও তারা ফিরবেন সড়ক পথে।
এসএ গেমসের সেফ দ্য মিশন করা হয়েছে বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকুকে। তার ডেপুটি হিসেবে থাকছেন আহমেদুর রহমান বাবলু এবং কামরুন নাহার ডানা। দলের কো-অর্ডিনেটনের দায়িত্ব পেয়েছেন গ্রæপ ক্যাপ্টেন এম রফিকুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।