মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত যদি জম্মু-কাশ্মীর অঞ্চল নিয়ে গত বছর ৫ আগস্ট ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে আসে, তবেই কেবল দেশটির সঙ্গে আলোচনায় বসতে পারে বলে ইংগিত দিয়েছে পাকিস্তান। অধিকৃত জম্মু-কাশ্মীরের রাজ্য মর্যাদা বাতিল করে অঞ্চলটি নিজ ভূখন্ডের সঙ্গে একীভূত করে ৫ আগস্ট প্রেসিডেন্টের ডিক্রি জারি করে ভারত। তখন থেকে মুসলিম প্রধান হিমালয়ান অঞ্চলটি লকডাউনের মধ্যে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের একতরফা এই সিদ্ধান্ত প্রতিবেশী দুই দেশের মধ্যে এযাবতকালের সবচেয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে। তবে পাকিস্তান প্রধানমন্ত্রীর নিরাপত্তাত উপদেষ্টা ড. মুইদ ইউসুফ বৃহস্পতিবার বলেন, কাশ্মীর সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবগুলো মেনে নেয়া। আর, কোন অর্থবহ আলোচনা অনুষ্ঠিত হতে হলে ভারতকে আগে ২০১৯ সালের ৫ আগস্ট নেয়া সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। এক্সপ্রেস ট্রিবিউন, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।