মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শতাধিক যাত্রী নিয়ে পাকিস্তানের করাচিতে ভেঙে পড়লো একটি যাত্রীবাহী বিমান। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটি আজ করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এই দূর্ঘটনার শিকার হয়।
বিমানটি ক্র ও যাত্রী-সহ মোট ১০০ জন আরোহী ছিলেন বলে জানা গেছে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। এয়ারবাস এ ৩২০ মডেলের উড়োজাহাজটি করাচির একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ৷
দেশের ব্যস্ততম বিমানবন্দরের কাছে মডেল কলোনির কাছে ভেঙে পড়ে বিমানটি। প্রসঙ্গত এই মডেল কলোনি জনবহুল এলাকা বলে জানা গেছে। তবে মোট হতাহতের বিষয়ে এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। সূত্র: ডন, টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।