Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরীর অপেক্ষায় নদীপাড়ে হাজা‌রো মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ১:২১ পিএম

ছুটছে মানুষ গ্রামের দিকে। যে যেভাবে পারছেন সেই ভাবেই যাচ্ছে। সবার একটায় উদ্দেশ যেতে হবে বাড়ী। এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরু‌টে বন্ধ হ‌য়ে যাওয়া ফেরি চলাচল পুনরায় শুরু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার দিবাগত রাত ১১টার দি‌কে এ রু‌টে ফে‌রি চলাচল শুরু হয়। এই খবরে শুক্রবার সকালে থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া অভিমুখে নামে মানুষের ঢল। এর আগে ১৮ মে করোনা সংক্রমণ এড়া‌তে ঘরমু‌খো যাত্রীদের চাপ ঠেকা‌তে বিআইড‌ব্লিউটিসি কর্তৃপক্ষ ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয়।

এদি‌কে রাত থে‌কে ফে‌রি চলাচল শুরু হওয়ায় হাজার হাজার যাত্রী ও পণ্যবা‌হী ট্রাক নদী পার হচ্ছে। ত‌বে সকালের পর থেকে যাত্রী ও‌ যানবাহ‌নের চাপ ক‌মে যায়। ধারণা করা হ‌চ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমু‌খো যাত্রী‌দের চাপ আরও বাড়‌বে।

‌বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কর্তৃপ‌ক্ষের নি‌র্দে‌শে রাত থে‌কে এরুটে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। ঘা‌টে যে চাপ ছিল তা সকা‌লের আগেই ক‌মে গে‌ছে। বর্তমানে এ রু‌টে ১৪টি ফে‌রি চলাচল কর‌ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ