Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করোনা মহামারীতে ক্রিমিয়ার পর্যটন ব্যবসায় ধস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ১:০০ পিএম

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কুপ্রভাবে চরম অর্থনৈতিক দূরাবস্থা পার করছে রাশিয়ার ক্রিমিয়ার অনিন্দ্যসুন্দর পর্যটনকেন্দ্রগুলো এবং পর্যটকবান্ধব ব্যবসা। জানা যায়, ২০১৪ সালে ইউক্রেন থেকে আলাদা হয়ে রাশিয়ার সাথে যুক্ত হওয়া স্বাধীন এ অঞ্চলটির মূল আয় যেখানে পর্যটন ব্যবসা। -রয়টার্স
প্রাণঘাতি করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর বিশ্বজুড়ে ডাকা লকডাউনে বিদেশি পর্যটক না আসায় ধস নেমেছে ক্রিমিয়ার এ খাতটির আয় উপার্জন তথা অর্থনৈতিক অবস্থার উপর।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্ল্যাক সী পেনিনসুলাতে হোটেল ব্যবসা করে জীবিকা নির্বাহ করা একজন হচ্ছেন নাটালিয়া ক্রিচিনকো। তার হোটেল ব্যবসা গ্রীষ্মকালে পুরোটাই নির্ভর করে রাশিয়ান পর্যটকদের ওপর। এখন করোনাতঙ্কে পর্যটক শূন্যের কোটায়। যদি পর্যটক আসেও সেক্ষেত্রে তা জুলাই কিংবা আগস্টের শেষের দিকে আসবে। এর আগে আসার কোন সুযোগ দেখছি না। তাই ব্যবসায় হতাশ তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ