Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে আলোচিত বিডিআর সৈয়দ হত্যা মামলার প্রধান আসামী আলমগীরের লাশ উদ্ধার

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ১১:৪৭ এএম

কক্সবাজারে আলোচিত বিডিআর সৈয়দ হত্যা মামলার প্রধান আসামী সন্ত্রাসী আলম গীরের লাশ উদ্ধার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।
২২মে ভোররাতে কক্সবাজার সৈকতের কবিতা চত্বর এলাকার ঝাউবাগান থেকে সন্ত্রাসী আলম গীরের লাশ উদ্ধার করে পুলিশ।

গত ১৮ এপ্রিল এই সন্ত্রাসী আলম গীর ও তার সহযোগীরা গলাকেটে হত্যা করেছিল দক্ষিণ রুমালিয়ারছরা এলাকার বিডিআর সৈয়দ (৬৫) নামের একজনকে।
আলমগীর ও তার বড় ভাই জাহাঙ্গীর দক্ষিণ রুমালিয়ারছরা এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও জমি দখলসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। গত এক বছর আগে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় আলম গীরের বড় ভাই জাহাঙ্গীর আলম।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ শাহজাহান কবির জানান, সৈকতের ঝাউবাগান কবিতা চত্ত্বর এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আলম গীর বলে সনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে থানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ