Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা থেকে সুস্থ ২০ লাখ মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ১০:২১ এএম

করোনাভাইরাসে আক্রান্তের পর এ পর্যন্ত ২০ লক্ষাধিক মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণের তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের হিসাবে, বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বিশ্বব্যাপী ২০ লাখ ৫৭ হাজার ৫৪৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩২ হাজার ৪০৭ জন, আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৫৫ হাজার ২৪২।

করোনায় আক্রান্তের সংখ্যার মতো সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১৬ লাখ ৮ হাজার ৫৩৩ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৩ লাখ ৭৩ হাজার ৬৩৮ জন।

এরপর সর্বাধিক সুস্থ ইউরোপের দেশ স্পেন, জার্মানি, ইতালিতে। স্পেনে ২ লাখ ৮০ হাজার রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন; জার্মানিতে ১ লাখ ৭৮ হাজার ৮৭৬ জনের মধ্যে সুস্থ অন্তত ১ লাখ ৫৮ হাজার; আর ইতালিতে সোয়া দুই লাখ রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩৪ হাজার মানুষ।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে প্রায় তিন লাখ করোনা রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৬ হাজার ৬৮৩ জন। মধ্যপ্রাচ্যের দেশ তুরস্কে ১ লাখ ৫৩ হাজার ৫৪৮ জনের মধ্যে সুস্থ ১ লাখ ১৪ হাজার এবং ইরানে ১ লাখ ২৯ হাজার আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন অন্তত এক লাখ মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ