Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাতিল করুন

ইসরাইলের প্রতি জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ১২:০৫ এএম

দখলকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি সম্প্রসারণের পরিকল্পনা বাতিল করতে ইসরাইলের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত নিকোলাই ম্লেদেনভ। পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘকে নিয়ে গঠিত কথিত মধ্যপ্রাচ্য চতুষ্টয়ের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে ফিলিস্তিনিদের প্রতি আহবান জানান তিনি। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ম্লেদেনভ এই আবোন জানান বলে খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। দখলকৃত পশ্চিম তীরে কয়েক হাজার ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরাইল। ইফরাত নামে এই বসতি সম্প্রসারণ প্রকল্পে প্রায় সাত হাজার আবাসন ইউনিট তৈরি করা হবে। এই পরিকল্পনায় সমর্থন দিয়েছে ওয়াশিংটন। জর্ডান উপত্যকার বড় একটি এলাকায় এই ইহুদি বসতি সম্প্রসারিত হলে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে নতুন একটি মধ্যস্ততার প্রস্তাব তুলে ধরার আহবান জানান জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত নিকোলাই ম্লাদেনভ। এক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘকে নিয়ে গঠিত কথিত মধ্যপ্রাচ্য চতুষ্টয়কে নতুন শান্তিপ্রস্তাব তুলে ধরার আহবান জানান। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলের ঘোষণা দেওয়ার এক দিনের মাথায় এই আহবান জানালেন জাতিসংঘ দূত। ইসরাইলি দখলদারিত্বের প্রতিবাদে মঙ্গলবার ফিলিস্তিনি নেতৃবৃন্দের সঙ্গে এক জরুরি বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিলের ঘোষণা দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এর আগে যুক্তরাষ্ট্রের ঘোষণা করা শান্তি পরিকল্পনা প্রত্যাখান করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বুধবার জাতিসংঘ দূত নিকোলাই ম্লাদেনভ জানান বৃহস্পতিবার তিনি ফিলিস্তিনি নেতাদের সঙ্গে তাদের ঘোষণার বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, পশ্চিম তীরের অংশ বিশেষ দখলে ইসরাইলের অব্যাহত হুমকি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন বলে বিবেচিত হবে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পশ্চিম-তীর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ