Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে আইএসে জড়িত সন্দেহে আটক ৩

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইএসকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে অভিযুক্ত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শুক্রবার মার্কিন প্রসিকিউশন তাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করে। মার্কিন প্রসিকিউটর বলেন, গ্রেগরি হাভার্ড (৫২) নামে এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার মিলামি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক করা হয়। তিনি জর্মানির একটি ফ্লাইটে করে সিরিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। সেখানে গিয়ে তার জিহাদি গোষ্ঠী আইএসে যোগদান করার কথা ছিল। এদিকে ডেরেন জ্যাকসন (৫০) এবং খ্রিস্টিয়ান (৩১) নামে অন্য দুই ব্যক্তি হাভার্ডকে অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিয়েছিল। তারাও আইএস-এ যোগদানের জন্য সিরিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এরপর তাদেরও আটক করা হয়। ২০১৪ সালে মার্কিন বিচার বিভাগে আইএস সম্পর্কিত ৯০টি পৃথক মামলা হয়েছে। এরমধ্যে বেশিরভাগ মামলাতেই দেখা যায় অভিযুক্তরা সিরিয়ায় গিয়ে আইএস এর হয়ে যুদ্ধ যোগদান করে। গত শুক্রবার ওই তিন ব্যক্তির বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগে বলা হয়, এই তিন ব্যক্তি আইএসকে সমর্থন করে এবং যুক্তরাষ্ট্রের সান বার্নারদিনো, ক্যালিফোর্নিয়া এবং অরল্যান্ডো হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তাদের কাছ থেকে আইএস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য যে, এই তিন ব্যক্তি যুক্তরাষ্ট্র থেকে আইএসকে বিভিন্ন প্রকার অস্ত্র সরবরাহ করে থাকতো। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে আইএসে জড়িত সন্দেহে আটক ৩
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ