Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

এরদোগানের ২৮৩ দেহরক্ষী গ্রেপ্তার

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কে গত ১৫ জুলাইয়ের অভ্যুত্থান চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রায় ৩০০ দেহরক্ষী জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এরইমধ্যে অন্তত ২৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়, এসব দেহরক্ষী রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে মোতায়েন বিশেষ বাহিনীর সদস্য ছিলেন। এই বাহিনীর সদস্য সংখ্যা অন্তত ২,৫০০। অভ্যুত্থানচেষ্টার সাথে কোনো না কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়ার পর অন্তত ৫০ হাজার লোককে আটক কিংবা বরখাস্ত করা হয়েছে। অভ্যুত্থানচেষ্টার সময় এরদোগান ছিলেন কৃষ্ণসাগরীয় অবকাশযাপন কেন্দ্রে। খবর পেয়ে তিনি ইস্তাম্বুল ফিরে আসেন। এরইমধ্যে এরদোগানকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি অল্পের জন্য রক্ষা পান। সিএনএন-টার্ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগানের ২৮৩ দেহরক্ষী গ্রেপ্তার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ