বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দুইশ’ পাড়ি দিয়েছে। প্রতিটি উপজেলায় এখন করোনা আক্রান্ত রোগীর অবস্থান। বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজে ল্যাবে ২২ জনের করোনা সনাক্ত হ্ওয়ার মধ্যে দিয়ে ট জেলায় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০৭ জন। বিভাগের বাকি তিন জেলার মধ্যে হবিগঞ্জে ১৩১, সুনামগঞ্জে ৮২ ও মৌলভীবাজারে ৬১ জন।
এদিকে বুধবার থেকে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়েও করোনা পরীক্ষা শুরু হয়েছে। এই ল্যাবের রিপোর্ট করোনা পজেটিভ হয়েছে ২৩ জনের। এরা সিলেটে তবে এখনো উপজেলাভিত্ত্কি কোন পরিসংখ্যান দেয়া হয়নি। কারন শাবি সিলেট সিভিল সার্জন অফিস থেকে নমুনা সংগ্রহ কওে পরীক্ষা করেছিল। তাই সিভিল সার্জন সেই তথ্য এখনো দেয়নি। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে ক্রমশ। বিভাগের চার জেলায় করোনা রোগীদের মধ্যে ১৫৮ জন হাসপাতালে রয়েছেন। এর মধ্যে সিলেটে ৪৫, সুনামগঞ্জে ৩৯, হবিগঞ্জে ৭৩ ও মৌলভীবাজারে ১ জন। এখন পর্যন্ত মৃত্যু ৭ জনের , সুস্থ হয়েছেন ১৩৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, সিলেটে বেড়েই চলছে মরনঘাতি এ করোনা। একদিনের ব্যবধানে ২২ জন বেড়ে ২০৭ জনে এ সংখ্যা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।